Loading Events

« All Events

  • This event has passed.

Unexplored Meghalaya Waterfalls

September 15, 2022 @ 4:00 pmSeptember 18, 2022 @ 11:00 pm

মেঘালয় এর সৌন্দর্য্য নিয়ে নতুন করে কিছু বলার নাই ।পাহাড়ী সৌন্দর্য্যে মন হারিয়ে যাবার মতো সৌন্দর্য্যে ভরপুর।এবারো বরাবরের মতোই ঘুরতে যাবো মেঘালয়ের অফ ট্রেইলের কিছু অচেনা,অজানা ঝরনা ও গুহাতে।

৩ দিন ৪ রাতের ট্যুর হবে এটা।আমরা মেঘালয়ে পুরা ৩ দিন সময় নিয়ে ঘুরবো।এবারের ট্যুরটা হবে এডভেঞ্চার, ট্রেকিং টাইপ।

সেপ্টেম্বরের ১৫ তারিখ মানে বৃহস্পতিবার রাতে আমরা রওনা হবো। ১৬ তারিখ বর্ডার ক্রস করে আমরা মেঘালয়ে ঘুরবো ১৬,১৭,১৮ তারিখ পর্যন্ত।১৬,১৭ এমনিতেই শুক্র,শনিবারের ছুটি আছে, শুধু রবিবারে ছুটি নিলেই টানা ৩ দিনের একটা ট্যুর করা সম্ভব।১৮ তারিখ বিকালে বর্ডার ক্রস করে ১৯ তারিখ খুব ভোরে আমরা সবাই ঢাকা থাকতে পারবো ইনশাল্লাহ ও যাদের অফিস আছে তারা অফিসও করতে পারবেন সোমবারে।

এখন আমাদের প্লানটা আবারও ডে ওয়াইজ শেয়ার করে ফেলি –

✔ যাত্রার শুরু : সেপ্টেম্বরের ১৫ তারিখ রাত দশটার বাসে।

১৬-০৯-২২-
বর্ডার ক্রস করে এইদিন আমরা দেখবো বিশাল উচু সুন্দর একটা ঝরনা ও গুহা।
# থোয়াই ডোলোই ফলস
# সিন্দাই কেভ

রাত থাকবো ল্যাদ রিম্বাই বাজারের হোটেলে।

১৭-০৯-২২-
এই দিন আমাদের টার্গেট ২ টি একদম নতুন স্টাইলিশ ঝরনা কাভার করা।
# রাকানিয়াং ফলস
# লাবোন ফলস

প্রতিটা ঝরনাই অনিন্দ্য সুন্দর।ঝরনার ছবি ইভেন্ট ডেসক্রিপশনে অবশ্যই দেখে নিবেন।
রাত থাকবো ল্যাদ রিম্বাই বাজারের হোটেলে।

১৮-০৯-২২-
এইদিন আমরা খুব সকালে বের হয়ে চলে যাবো মেঘালয়ের সবচেয়ে উচু সেকেন্ড হায়েষ্ট ফলস দেখতে।
# রাংকালি ফলস

এই ঝরনা দেখে আমরা সরাসরি বর্ডারে চলে আসবো।আমরা ৫ টার সময় বর্ডারে এসে বর্ডার ক্রস করে রাতে ঢাকার বাসে ঢাকা ব্যাক করবো। ১৯ তারিখ খুব ভোরে ৫ টার ভেতরে ঢাকা এসে অফিসও করতে পারবেন।

ভ্রমনের স্থানের ছবি ইভেন্ট ডিসকাশন এ ডে ওয়াইজ দিয়ে দেয়া হবে।অনুগ্রহ করে সবাই দেখে নিবেন,তাতে একটা ধারনা পাওয়া যাবে ট্যুর সম্পর্কে।যেহেতু প্লেসগুলা অফ ট্রেইলে তাই ভ্রমনের সকল স্থানের লোকেশন সংগত কারনেই উল্লেখ করা হয় নাই।

√ ট্যুর খরচ : ৩ দিনের ট্যুর এর খরচ নির্ধারণ করা হয়েছে মাত্র ৮,৫০০ টাকা মাত্র ( বর্ডার- বর্ডার)
***ঢাকা-বর্ডার আবার বর্ডার- ঢাকা বাস ভাড়া প্যাকেজের বাইরে।

এই টাকার ভেতরে যা যা অন্তর্ভুক্ত-
# মেঘালয়ের সকল ট্রান্সপোর্ট ,সুমো জীপ রিজার্ভ ভাড়া।
# সকল স্থানের এন্ট্রি ফি ও গাড়ি পার্কিং।
# ৩ দিনের জন্য মেঘালয়ে ৩ বেলা মানসম্মত খাওয়া। যেহেতু আমাদের ভ্রমনের স্থান গুলা শহর থেকে সাইডে থাকবে, তাই সেখানের সবচেয়ে বেষ্ট খাবার যেটা পাওয়া যাবে, সেটাই দেয়া হবে।
# মেঘালয়ে হোটেল বা হোম স্টে তে থাকার ভাড়া।
# সকল গাইড খরচ।

যা যা অন্তর্ভুক্ত নয়-
# শপিং খরচ।
# ট্রাভেল ট্যাক্স ও ভিসার খরচ।
# ঢাকা-বর্ডার-ঢাকা বাস ভাড়া যাওয়া + আসা
# বর্ডারে স্পিড মানি।

সদস্য সংখ্যা – **** সর্বোচ্চ ৮ জন। কারন এক সুমোতে ৮ জন বসা যায় আরামে। আমরা এইবারের ট্রীপে ৮ জনের বেশি কোনোভাবেই নিবো না। ন্যুনতম ৪ জন, সর্বোচ্চ ৮ জন।

আরও বিস্তারিত কিছু জানতে চাইলে 01670144984 নাম্বারে কল করতে পারেন।

ট্যুর কনফার্ম করার উপায়ঃ- আপনার আসন নিশ্চিত করতে চাইলে 01670144984 নাম্বারে ২০০০ টাকা বিকাশ অথবা ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে হবে সেপ্টেম্বরের ৫ তারিখের ভেতরে।
ব্যাংক একাউন্ট-
Standard chartered bank-
Name- Kazi Md.Mostafizur Rahman Siddique
Account number- 18-1256349-01

**** এই ট্যুরে ৮ জন কনফার্ম করার পরেই ইভেন্ট ক্লোজ করে দেয়া হবে। এবারে গ্রুপ বড় করা হবে না।

ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইনফরমেশন দিয়ে সাহায্য করা হবে।ভিসা থাকতে হবে অবশ্যই বাই রোড ডাউকি দিয়ে।

√ ট্যুর সম্পর্কিত কিছু কথা :

# আপনাকে অবশ্যই মানিয়ে চলার মানুষিকতা থাকতে হবে।বন্ধুত্বপূর্ণ মনোভাব ই পারে একটি গ্রুপ ট্যুরকে প্রাণবন্ত করে তুলতে।

# আমরা টাটা সুমো গাড়ী নিয়ে ঘুরবো সেক্ষেত্রে একটি টাটা সুমোতে ১০ জন বসে।আমরা বসবো ৮ জন।

# ট্যুরে থাকাকালীন সময় ঘুরোঘুরিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় দুপুরের খাবার খেতে দেরি হয় এবং অনেক সময় সাধারণ হোটেলে খাবার দাবার সেরে নিতে হয় এই ব্যাপারটা সবাই মেনে নেওয়ার মানসিকতা রাখবেন কারণ ঘুরোঘুরি সবার আগে ।

# ট্যুরে প্রাকৃতিক দুর্যোগ ,গোলাযোগ ,রাস্তায় জ্যাম এসব কারণে কোন সমস্যা হলে সবাই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখবেন । মনে রাখবেন সবার সহযোগীতায় একটি সুন্দর ট্যুর হয় ।প্রাকৃতিক দুযোর্গ ,এক্সিডেন্ট বা যানজট এসবের উপরে আমাদের যেহেতু কোন হাত নেই তাই এসব ব্যাপারে অযথা দোষারোপ না করে বরং সিচুয়েশন থেকে বের হবার ব্যাপারে সবার সহযোগীতা কাম্য।

# বর্ডারগুলোতে অনেক সময় অতিরিক্ত সময় লাগার কারণে প্লানে কিছুটা সমস্যা হয় সেক্ষেত্রে সবার সহযোগীতা পেলে সবকিছু প্লান মতো করা সম্ভব হবে । এক্ষেত্রে সবার সহযোগীতা কাম্য । মনে রাখবেন আপনাকে সর্বোচ্চ ভালো ভ্রমণ অভিজ্ঞতা দিতেই আমাদের প্লানগুলো সেভাবে সাজানো হয় সেজন্য প্রয়োজনমতে প্লান কিছুটা পরিবর্ধন পরিমার্জন করা হলে সেটা পজিটিভ দৃষ্টিতে দেখার অনুরোধ থাকবে ।

# কনফার্ম করার পরও কোন কারণে ভিসা না পেলে বুকিংকৃত টাকা ফেরত দেওয়া হবে।

কিছু নির্দেশিকা :

– প্রতিটি ট্যুরেই আমরা একটি পরিবারের মতো পারস্পরিক সহযোগীতার মাধ্যমে ট্যুর সম্পন্ন করার চেষ্টা করে থাকি ।

-নারীদের সর্বোচ্চ সম্মান প্রদশর্ন করতে হবে।
এক্ষেত্রে যেকোন সমস্যা বা অভিযোগ সরাসরি এডমিনকে জানাতে হবে ।

– বর্ডার ক্রস করার সময় কোনো মাদক বা নিষিদ্ধ কিছু বহন করা যাবে না।

-শৃংখলতা ও শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ করাই আমাদের লক্ষ্য

আপনি আমাদের সাথে যাচ্ছেন মানে আপনি আমাদের সকল রুলস এবং রেগুলেশন বুঝে শুনে অংশগ্রহণ করেছেন বলেই আমরা ধরে নিবো। 🙂

আশা করি আমাদের প্লানটি সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা হয়ে গিয়েছে তারপরও কোন প্রয়োজন বা আরও কিছু জানার দরকার হলে নি:সংকোচে ফোন করুন ০১৬৭০১৪৪৯৮৪ এই নাম্বারে ।

আমাদের পূর্বের কিছু ট্রীপের ভিডিও লিংক দেখে নিতে পারেন 🙂

https://youtu.be/R-PRPnRi93A

https://www.facebook.com/1550623407/posts/10215731461830127/

https://youtu.be/5IoxvLxvmPs

https://youtu.be/irbAxSpZrtM

ধন্যবাদ

https://www.facebook.com/events/750134259606902/

Details

Start:
September 15, 2022 @ 4:00 pm
End:
September 18, 2022 @ 11:00 pm
Website:
https://www.facebook.com/events/750134259606902/

Venue

Online event